স্বাধীনতার ৫১ বছর পরে পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের ৩ ও ৫ নং ওয়ার্ড বাসী পাকা রাস্তা পাচ্ছে। পলাশবাড়ী উপজেলার সকল ইউনিয়নের প্রধান রাস্তা গুলো পাকা। কিন্তু কিশোরগাড়ী ইউনিয়নে পলাশবাড়ী থেকে চতরা রোডের মাত্র চার কিলোমিটার রাস্তা পাকা হয়েছে কয়েক বছর ধরে। ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের জনগণ সবচেয়ে বেশি অবহেলিত সুবিধা বঞ্চিত, এলাকাবাসীর দাবি আগামী বর্ষা আসার আগেই যেন রাস্তাটি পাকা হয়। কারণ বর্ষা আসলে প্রতিটি রাস্তায় প্রচুর কাঁদা হয়, এসময় চলাচলের অনেক অসুবিধা হয়। বাংলাদেশের উপকার জাতির গৌরব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সারাদেশের উন্নয়ন করছে তাতে খুব শীঘ্রই দেশের প্রতিটি রাস্তা পাকা হবে। তবে চলমান কাজের সাথে আর যদি ডের কিলোমিটার রাস্তা বরাদ্দ দেন তাহলে পলাশবাড়ী থেকে চতরা হাট পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ পাকা হয়ে যাবে। এবং সেই সাথে পলাশবাড়ী ও পিরগঞ্জের কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হবে। দীর্ঘ প্রতিক্ষার পরে রাস্তার কাজ দেখার জন্য এলাকাবাসীর উপচে পরা ভীড় ছিলো রাস্তার পাশে।
স্টাফ রিপোর্টার জিল্লুর রহমান সিমান্ত দৈনিক তৃণমূল প্রতিদিন