আজ ১৪ ই এপ্রিল বৃহস্পতিবার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ, সারাদেশে বাঙ্গালীরা আজ নতুন সাজে বর্ষবরণ অনুষ্ঠানমালার আয়োজন করেছে, সকাল থেকেই রমনা বটমূলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনার কারণে গত দুই বছর বর্ষবরণ উৎসব করতে পারেনি বাঙালিরা, আজ আর পিছিয়ে রাখতে পারেনি কোন বাধা, বিভিন্ন সংগঠন ও পেশাজীবি সহ স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। চারুকলা থেকে একটা মঙ্গল শোভাযাত্রা গিয়েছে টিএসসি পর্যন্ত। এছাড়াও রমনা শাহাবাগ মোড় ও টিএসসির আশেপাশে হরেক রকম চুড়ি ও মাটির গহনা সহ নানান খেলনা সামগ্রীর দোকান বসেছে। বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য যুগের পর যুগ ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালিরা মেতে নতুন উদ্যমে এ যেনো অন্য রকম অনুভূতি। রমজান মাসের জন্য অবশ্য পান্তা ইলিশের আয়োজন ছিলোনা।
স্টাফ রিপোর্টার দৈনিক তৃণমূল প্রতিদিন
