গতকাল বৃহস্পতিবার ৩১ মার্চ প্রতি বছরের ন্যায় এবারও মেলা বসেছে পীরগঞ্জ উপজেলার সুইচ গেট সংলগ্ন এক বিশাল বান্নির মেলা। উত্তর বঙ্গের প্রতিটি উপজেলায় চৈত্র মাসে বিভিন্ন তারিখে বিভিন্ন মেলা বসে, অনেক ছোট বেলায় এমন মেলায় যেতাম কিন্তু শহরে বসবাস করি যখন থেকে তখন থেকে আর গ্রামের মেলা দেখা হয়নি, কর্ম ব্যস্থতার জন্য জীবনে অনেক আনন্দ মূহুর্ত গুলো হাড়িয়ে ফেলেছি। আজ কাজের সুবাদে রংপুরের পীরগঞ্জে গিয়েছিলাম। ভাবলাম মেলা দেখি যাবো যাবো করে রাত হয়ে গেছে। অবশেষে রাতেই গেলাম অনেক ভীড় ছিলো পুরো মেলায়, অনেক দোকান বসেছে, মাটির খেলনা পুতুলের দোকানে ছিলো ছোট ছোট বাচ্চা মেয়েদের ভীড়, সময় সল্পতার জন্য পুরো মেলা ঘুরতে পারিনি। হটাৎ সারিবদ্ধ মিষ্টির দোকান সামনে নিজেকে আর সামলাতে পারলাম না। নিজের ছোট বেলায় ফিরে গেলাম, দোকানের সামনে দাড়িয়ে মিষ্টি খেলাম যেমন ছোট বেলায় এভাবে মিষ্টি খেতাম মেলার দোকানে। সেই একই স্বাদ একই রকম খেতে, শুধু আমিই এক নেই, কারণ বর্তমান আমার বয়স ৪৩ বছর। ইচ্ছে থাকলেও বেশি সময় কাটাতে পারলাম না মেলায়, ফিরে আসতে হলো কারণ সাথে লোকজন ছিলো।
