ম্মৃতি এমপির প্রচেষ্টায় বহুতল ডাকবাংলো নির্মাণের অনুমোদন
গাইবান্ধা-৩(পলাশবাড়ী-সাদুল্লাপুর)আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড, উম্মে কুলছুম ম্মৃতির ডিও পত্র নং গাইবান্ধা ৩.২০২১.৫১৩.তারিখ ২৯ নভেম্বর ২০২১ এর স্মারকের পরিপ্রেক্ষিতে পলাশবাড়ী উপজেলা বতর্মান ডাকবাংলোটি পরিত্যক্ত ও ব্যবহার অনুপযোগী হলে ভবনটি পরিত্যক্ত ঘোষণা এবং উক্ত স্থানে একটি আধুনিক বহুতল ডাকবাংলো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে। এ নির্দেশনা দিয়েছেন
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার উপসচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী। গত ৩ জানুয়ারি ২০২২ এ উপসচিব সাক্ষরিত এক পরিপত্রে থেকে এতথ্য জানাযায়। উন্নয়নের ধারাবাহিকতায় আরও একধাপ এগিয়ে উত্তরের পলাশবাড়ী। এলাকার উন্নয়নে এম পি মহোদয় ব্যকুল। স্টাফ রিপোর্টার দৈনিক তৃণমূল প্রতিদিন
