আজ স্বাধীনতা দিবস বছরে এই একটি দিন প্রতিটি স্কুলে যেন খুশী ছড়িয়ে পড়ে। মহামারী কোভিট ১৯ এর জন্য গত দুইটি বছর স্কুল বন্ধ ছিলো যার কারণে আমরা স্বাধীনতা দিবস পালনের সুযোগ থেকে বঞ্চিত ছিলাম সর্ব স্থরের মানুষ। দুই বছর পরে কোভিট ১৯ এর টিকা নিশ্চিত করার পরে সরকার স্কুল খোলার অনুমোদন দিয়েছে। সারাদেশের সকল স্কুলে ছিলো সাজ সাজ রব, ১৯৭১ সালের চিত্র তুলে ধরে ছাত্র ছাত্রীরা বিভিন্ন সাজে। এছাড়াও এই দিনটি পালনের জন্য সারাদিন স্কুলে বিভিন্ন খেলাধুলা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজন করা হয়। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার উমরপুর ফলির বিলের এম আর গার্লস স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করা হয়। এখানে আজ ছাত্রীরা নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্ন খেলাধুলায় অংশ গ্রহণ করে। এছাড়াও উপজেলার প্রতিটি স্কুলের চিত্র প্রায় একই রকম ছিলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।