২৬ মার্চ ২২ ইং মহান স্বাধীনতা দিবসে সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে জাতীয় শ্রমিকলীগ পলাশবাড়ী উপজেলা শাখা জাতীয় শ্রমিক লীগ ১নং কিশোরগাড়ী ইউনিয়ন শাখা, জাতীয় রিক্সা – ভ্যান শ্রমিকলীগ নকল নবিশ বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগ পলাশবাড়ী উপজেলা শাখা ও বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগ পলাশবাড়ী পৌর শাখার পুস্প মাল্য অর্পণ। এছাড়াও বাংলাদেশ আওয়ামিলীগ সহ পলাশবাড়ী উপজেলার সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করে। আজ থেকে ৫১ বছর আগে ১৯৭১ সালে ২৫ শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি সেনাবাহিনী অস্ত্র সজ্জিত হয়ে খুনের নেশায় নিরস্ত্র বাঙালিদের নির্মূলের জন্য নিসংস হত্যা শুরু করে। ২৬ শে মার্চ শুরু হয় স্বাধীনতা যুদ্ধ, শুরু হয় বাঙালিদের নিজেদের এবং দেশ রক্ষার লড়াই। সারাদেশে আকাশে বাতাসে গোলাবারুদ ও বোমার শব্দ। চারিদিকে মানুষের আহা কার রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি। মা বোনদের উপর ঝাপিয়ে পড়ে পাকসেনা, মহান স্বাধীনতা দিবস আমাদের স্বরন করে দেয় আমরা কারা, আমরা বাঙালি অনেক আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি এই বাংলা, স্বাধীনতা দিবসে প্রতিটি বাঙালির শপথ নেয়া উচিৎ পরাধীন বাঙলার মতো আর যেন একটি মা বোনও তাদের ইজ্জত না হারায় স্বাধীন বাংলায়। দুই লক্ষ মা বোন ইজ্জত হাড়িয়েছে, তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে স্বাধীনতার জন্য। আজকের দিনে সকল শহীদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা তাদের রক্তের ঋণের দায় সবার, তাদের এই ঋন তখনই শোধ হবে যেদিন বাঙলার প্রতিটি মা বোন স্বাধীন ভাবে চলতে পারবে। আসুন সকল মুক্তিযোদ্ধা এবং শহীদদের মনের চাওয়া আমরা পূরণ করি। স্বাধীনতার মান রক্ষা করি, সুন্দর সোনার বাংলা গড়ে তুলি, এবং আগামী প্রজন্মকে একটি নিরাপদ মাতৃভূমি উপহার দেই। এই হোক আমাদের অঙ্গিকার।
জিল্লুর রহমান সিমান্ত সম্পাদক ও প্রকাশক দৈনিক তৃণমূল প্রতিদিন
