বড় শিমুল তলা মামা ভাগ্নে স্পটিং ক্লাব আয়োজিত ফুটবল ট্রুনামেন্টের প্রধান অতিথি পলাশবাড়ী জাতীয় শ্রমিক লীগের সভাপতি, এবং তৃণমূল তুলিশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা জনাব জিল্লুর রহমান সিমান্ত ফাইনাল খেলার উদ্বোধন করেন। আজকের খেলার ১ম বিজয়ী দল পাবে একটি খাসি এবং ২য় স্থান অধিকারী দল পাবে পাঠা ছাগল। উক্ত খেলা দেখার জন্য আশেপাশের সমস্ত গ্রাম থেকে হাজার হাজার মানুষ ছুটে এসেছে, খেলাকে কেন্দ্র করে মাঠের আশেপাশে মেলা বসেছে, চটপটি ফুচকা, ঝাল মুড়ি, জিলাপি, পান সিগারেট, ও বিভিন্ন রকম খেলনা আসবাব পত্রের দোকান বসেছে। আজকের খেলার অংশ গ্রহণকারী দল বড় শিমুল তলা মামা ভাগ্নে স্পটিং ক্লাব এবং হলদিবাড়ী স্পটিং ক্লাব। উভয় দলে জেলা এবং বিভাগীয় দলের খেলোয়াড়দের সমন্বয়ে টিম সাজানো হয়েছে। উক্ত খেলায় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের উপস্থিতি পাওয়া যায়, সবাই চায় এভাবে যেন সবসময় তরুণ প্রজন্মের ছেলেরা ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করতে পারে। খেলাকে কেন্দ্র করে কোন প্রকার দূর্নীতি যেন কেউ করতে না পারে, সেজন্য চৌকিদার রাখা হয়েছে।
